শেরপুরে শিয়ালের কামড়ে আহত ২২ জন

শেরপুরের সদর উপজেলার চারটি গ্রামে শিয়ালের আক্রমণে অন্তত ২২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত গাজীরখামার ইউনিয়নের দিকপাড়া, গির্দ্দাপাড়া, নাকশি ও পাঞ্জরভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

শেরপুরে শিয়ালের কামড়ে আহত ২২ জন
শেরপুরে শিয়ালের আক্রমণে আহত ২২

স্থানীয়রা জানান, সকাল থেকেই একটি শিয়াল হঠাৎ গ্রামেগ্রামে ঢুকে মানুষকে কামড়াতে শুরু করে। প্রথমে দিকপাড়া গ্রামে চারজন, পরে গির্দ্দাপাড়ায় ১০ জন, নাকশিতে চারজন এবং সর্বশেষ পাঞ্জরভাঙ্গা গ্রামে আরও চারজনকে কামড়ে আহত করে শিয়ালটি। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত শেরপুর সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহত সবাইকে অ্যান্টি-র‌্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা চলছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পর থেকে চারটি গ্রামজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে এবং শিয়ালটি ধরতে অভিযান চলছে।

সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ ক্রান্তি বলেন, “শিয়ালটি সম্ভবত জলাতঙ্কে (র‌্যাবিস) আক্রান্ত ছিল। আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিতে বলা হয়েছে।” তিনি আরও পরামর্শ দেন, “শিয়ালের কামড় থেকে রক্ষা পেতে বাড়ির আশপাশ ও সড়কের পাশে থাকা ঝোপঝাড় পরিষ্কার রাখা এবং সন্ধ্যার পর এসব এলাকায় চলাচলে সতর্ক থাকা উচিত।”

এ বিষয়ে শেরপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উম্মে সালমা আঁখি জানান, “সাম্প্রতিক সময়ে হাসপাতালে কুকুর ও শিয়ালে কামড়ানো রোগীর সংখ্যা বেড়েছে। আজ আমি দায়িত্বে এসে ১৪ জন শিয়ালের কামড়ের রোগী পেয়েছি। সবাইকে চিকিৎসা দেওয়া হয়েছে।”

আরও পড়ুন: রিজার্ভ ও মূল্যস্ফীতি পরিস্থিতি নিয়ে আইএমএফের সন্তোষ

Post a Comment

Previous Post Next Post

نموذج الاتصال