এক জালে ৬০ মণ ইলিশ, বিক্রি হলো সাড়ে ১৪ লাখ টাকায়

 সাধারণ দিনের মতোই মঙ্গলবার দুপুরে নাফ নদীতে জাল ফেলেছিলেন টেকনাফের পাঁচ জেলে। তবে দিনটি তাঁদের জীবনের অন্যতম সৌভাগ্যের দিন হয়ে উঠল। জাল তোলার পর দেখা যায়, তাতে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ ধরা পড়েছে—ওজনে প্রায় ৬০ মণ।

এক জালে ৬০ মণ ইলিশ, বিক্রি হলো সাড়ে ১৪ লাখ টাকায়
টেকনাফের নাফ নদীতে এক টানেই জেলেদের জালে উঠে এসেছে ৬০ মণ ইলিশ। পরে এসব মাছ স্থানীয় বাজারে বিক্রি করা হয়।

আজ মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজারের টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার জেলে মোহাম্মদ ঈমান হোসেনের জালে ধরা পড়ে এসব ইলিশ। পরে স্থানীয় কায়ুকখালীয়া বাজারে মাছগুলো বিক্রি করা হয় প্রায় ১৪ লাখ ৪০ হাজার টাকায়

স্থানীয় জেলেরা জানান, প্রায় ১০০ থেকে ১৫০ ফুট লম্বা একটি জাল নাফ নদীতে ফেলা হয়েছিল। দুপুরে জোয়ারের সময় জাল ফেলে তাঁরা ফিরে যান। পরে সন্ধ্যায় ভাটা নামলে দুই পাশে কোমরে দড়ি বেঁধে ১২ জন জেলে জাল টেনে তুলেন। তখনই দেখা যায়, জাল ভরা রুপালি ইলিশ।

টেকনাফের কায়ুকখালীয়া খালের হাকিম ফিশারিজের পরিচালক মোহাম্মদ নাছির উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুপুরে জাল ফেলার পর সন্ধ্যায় তুলতেই দেখা যায় অসংখ্য ইলিশ ধরা পড়েছে। প্রতিটি মাছের ওজন ছিল ৬০০ থেকে ৮০০ গ্রামের মধ্যে।’

স্থানীয় মাছ ব্যবসায়ী আবদুর রশিদ মাছগুলো প্রতি কেজি ৬০০ টাকায় কিনেছেন। তাঁর হিসাব অনুযায়ী, সব মিলিয়ে দাম পড়েছে ১৪ লাখ ৪০ হাজার টাকা। মাছগুলো বরফে সংরক্ষণ করে আগামীকাল চট্টগ্রামে পাঠানো হবে বলে জানান তিনি।

উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, “গত শনিবার মধ্যরাতে ২২ দিনের ইলিশ প্রজনন মৌসুমের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। নিষেধাজ্ঞা শেষে জেলেরা নদীতে নামতেই এমন প্রচুর ইলিশ ধরা পড়া নিঃসন্দেহে শুভসংবাদ।”

আরও পড়ুন: রবার্ট প্যাটিনসন ও ক্রিস্টেন স্টুয়ার্টের: এক যুগ পরও প্রেমের মিশেল আনন্দ-বেদনায়

Post a Comment

Previous Post Next Post

نموذج الاتصال