চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে বিদায় জানিয়ে ফাইনালে ভারত
প্রথম পর্বে ভারতকে হারিয়ে মেয়েদের ওয়ানডে ক্রিকেটে রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছিল অস্ট্রেলিয়া। ৩৩০ রানের বিশাল লক্ষ্য তারা ছুঁয়ে ফেলেছিল ৬ বল হাতে রেখেই। কিন্তু সেই রেকর্ডই এবার অস্ট্রেলিয়ার বিপক্ষেই ভেঙে দিল ভারত!
অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ওঠার পর ভারতের মেয়েদের উচ্ছ্বাস
নাবি মুম্বাইয়ে গতকাল অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার ৩৩৮ রানের পাহাড়সম লক্ষ্য ৯ বল ও ৫ উইকেট হাতে রেখেই পেরিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে হারমানপ্রীত কৌরের দল।
ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে দক্ষিণ আফ্রিকা, যারা আগের দিন ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা নির্ধারণী লড়াইয়ে জায়গা করে নিয়েছে।
অস্ট্রেলিয়ার ব্যাটিং দাপট
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে অস্ট্রেলিয়া। ওপেনার ফিবি লিচফিল্ড খেলেন ৯৩ বলে ১৭ চার ও ৩ ছয়ে সাজানো ১১৯ রানের দুর্দান্ত ইনিংস।
তাঁকে দারুণ সহায়তা দেন অভিজ্ঞ এলিস পেরি (৮৮ বলে ৭৭) ও অ্যাশলেই গার্ডনার (৪৫ বলে ৬৩)। তাঁদের ব্যাটে ভর করেই নারী ওয়ানডে বিশ্বকাপে সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া তোলে ৩৩৮ রান।
ভারতের হয়ে দুটি করে উইকেট নেন শ্রী চরণি ও দিপ্তি শর্মা, আর একটি করে উইকেট পান ক্রান্তি কৌর, আমনজোত কৌর ও রাধা যাদব।
জেমিমার সেঞ্চুরিতে ইতিহাস
৩৩৯ রানের রেকর্ড লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ১৩ রানে ফিরে যান ওপেনার শেফালি বর্মা, আর ২৯ রানে আউট হন স্মৃতি মান্ধানাও।
তবে এরপর ব্যাট হাতে দলকে টেনে তোলেন জেমিমা রদ্রিগেজ ও অধিনায়ক হারমানপ্রীত কৌর। তৃতীয় উইকেটে দুজনের ১৬৭ রানের জুটিই গড়ে দেয় জয়ের ভিত।
হারমানপ্রীত ৮৮ বলে ১০ চার ও ২ ছয়ে ৮৯ রান করে আউট হলেও, জেমিমা দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। শেষদিকে দিপ্তি শর্মা (২৪), রিচা ঘোষ (২৬) ও আমনজোত কৌর (১৫*) মিলে জেমিমাকে সঙ্গ দেন।
ভারত ৪৮.৩ ওভারে ৫ উইকেটে তোলে ৩৪১ রান, জেমিমা অপরাজিত থাকেন ১৩৪ বলে ১৪ চারসহ ১২৭ রানে।
ফাইনালে ঐতিহাসিক লড়াই
নাবি মুম্বাইয়েই আগামী রোববার অনুষ্ঠিত হবে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল। সেখানে মুখোমুখি হবে হারমানপ্রীতের ভারত ও ইতিহাস গড়া দক্ষিণ আফ্রিকা।
আরও পড়ুন: গুলশান বারের বাউন্সার ও কর্মচারীদের হামলায় ব্যবসায়ী নিহত: গ্রেপ্তার ৭ জনের রিমান্ড মঞ্জুর