শাহরুখ খানকে ‘একঘেয়ে অভিনেতা’ আখ্যা দিলেন নাসিরুদ্দিন শাহ

 বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানকে ঘিরে ফের নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেছেন, শাহরুখ ধীরে ধীরে ‘একঘেয়ে অভিনেতা’ হয়ে উঠছেন। তবে একই সঙ্গে নাসিরুদ্দিন শাহ স্বীকার করেছেন, পরিশ্রম আর নিজের যোগ্যতার জোরেই শাহরুখ বলিউডে জায়গা করে নিয়েছেন।

শাহরুখ খানকে ‘একঘেয়ে অভিনেতা’ আখ্যা দিলেন নাসিরুদ্দিন শাহ


সাধারণত বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন থেকে অভিনয়—সব কিছু নিয়েই ভক্তদের আগ্রহ থাকে। কিন্তু খান, কুমার ও দেবগনদের অভিনয় নিয়ে করা এক প্রশ্নে নাসিরুদ্দিন শাহের মন্তব্য এখন বলিউড অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, খান, কুমার ও দেবগনদের মধ্যে কার অভিনয় সবচেয়ে বেশি পছন্দ করেন। উত্তরে নাসিরুদ্দিন জানান, তিনি প্রায় সবার সঙ্গেই কাজ করেছেন, তবে বিশেষ করে কারও অভিনয় দেখার জন্য কখনো উদ্যোগ নেননি।

এই প্রসঙ্গে একমাত্র অক্ষয় কুমারকেই আলাদা করে প্রশংসা করেন তিনি। নাসিরুদ্দিনের ভাষায়, “একমাত্র অক্ষয় কুমারকেই আমি সত্যি পছন্দ করি। কোনো গডফাদার ছাড়াই সে নিজের জায়গা তৈরি করেছে। অভিনয়ের যোগ্যতাও তার রয়েছে। দীর্ঘদিন কঠোর পরিশ্রম করে এখন সে একজন ভালো অভিনেতায় পরিণত হয়েছে।”

শাহরুখ খানের প্রসঙ্গ উঠলে নাসিরুদ্দিন শাহ বলেন, “সে নিজের প্রচেষ্টায় আজকের জায়গায় এসেছে—এটা প্রশংসনীয়। তবে অভিনেতা হিসেবে সে ক্রমে একঘেয়ে হয়ে যাচ্ছে।”

উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর ২০২৩ সালে তিনটি ব্লকবাস্টার ছবি—‘পাঠান’, ‘জওয়ান’‘ডাঙ্কি’ দিয়ে বড় পর্দায় শক্তিশালী প্রত্যাবর্তন ঘটান শাহরুখ খান। বর্তমানে তিনি নিজের নতুন ছবি ‘কিং’–এর কাজ নিয়ে ব্যস্ত।

আরও পড়ুন: ভারত সিরিজের জন্য টেস্ট দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা


Post a Comment

Previous Post Next Post

نموذج الاتصال