আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরমান আর চৌধুরীকে অপসারণ করেছে ব্যাংকের পরিচালনা পর্ষদ। তার অপসারণ বিষয়ে পর্ষদের সিদ্ধান্তে অনাপত্তি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২৭ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে এমডি ফরমান আর চৌধুরীকে অপসারণে কেন্দ্রীয় ব্যাংক কোনো আপত্তি জানায়নি। ফলে তিনি আর এমডির পদে থাকতে পারবেন না।
খেলাপি ঋণের তথ্য গোপন, নিয়োগ ও পদোন্নতিতে অনিয়মসহ নানা অভিযোগে গত ১৩ এপ্রিল ফরমান আর চৌধুরীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। তদন্তে অনিয়মের প্রমাণ মেলায় পর্ষদ তার অপসারণের সিদ্ধান্ত নেয়।
অপসারণের কারণ হিসেবে খেলাপি ঋণের তথ্য গোপন, নিরাপত্তা সঞ্চিতি ছাড়াই মুনাফা দেখানো, নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম, সিএসআর তহবিলের অপব্যবহার এবং বেতনের বাইরে অতিরিক্ত অর্থ গ্রহণ করে ফেরত না দেওয়াসহ একাধিক অনিয়মের বিষয় উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন আব্দুস সামাদ লাবু। গত বছরের ৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংক পর্ষদ বিলুপ্ত করে পুনর্গঠন করে। লঙ্কাবাংলা ফাইন্যান্সের সাবেক এমডি খাজা শাহরিয়ারের নেতৃত্বে নতুন ৫ সদস্যের পর্ষদ দায়িত্ব নিয়ে নানা অসঙ্গতি শনাক্ত করে।
তখন ফরমান আর চৌধুরীর পাশাপাশি ব্যাংকের সিএফও মোহাম্মদ নাদিম, আইটি বিভাগের প্রধান আমিনুল ইসলাম ভূঁইয়া এবং ট্রেজারি বিভাগের প্রধান মো. আব্দুল মবিনকেও ছুটিতে পাঠানো হয়। তবে অপর তিন কর্মকর্তা এখনো ছুটিতে রয়েছেন বলে জানা গেছে।
আরও পড়ুন: বিএনপি দাবি জানিয়েছে, নির্বাচন পর্যন্ত দেশ পরিচালিত হোক তত্ত্বাবধায়ক সরকারের আদলে।