অজান্তেই অনেক সময় হ্যাকারদের হাতে চলে যাচ্ছে গ্রাহকের ব্যক্তিগত তথ্য। আসল আর নকল অ্যাপের তফাৎ বুঝে না উঠতে পারলে ফোনের সেটিংসে ছোট্ট একটি পরিবর্তন করে নিজেকে সুরক্ষিত রাখতে পারেন।
সকালে ঘুম থেকে উঠেই অনেকের প্রথম কাজ মোবাইল হাতে নেওয়া। দিনের বিভিন্ন সময়ে কেনাকাটা, ছবি এডিট করা, বা সামাজিক যোগাযোগে অংশ নেওয়া—সব কিছুই এখন অ্যাপের মাধ্যমে। এই অ্যাপগুলিতে আপনি নিজের ব্যক্তিগত তথ্য, এমনকি ব্যাংক কার্ডের নম্বরও সংরক্ষণ করেন। কিন্তু কখনও ভেবে দেখেছেন কি, গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা অ্যাপটি সত্যিই নিরাপদ তো? আসল আর নকল অ্যাপের পার্থক্য বুঝতে না পেরে অনেকেই প্রতারকদের তৈরি ভুয়ো অ্যাপ ইনস্টল করে ফেলেন, আর সেখান থেকেই অজান্তে হ্যাকারদের হাতে পৌঁছে যায় আপনার ব্যক্তিগত তথ্য।
ভুয়ো অ্যাপ থেকে রক্ষা পাওয়ার উপায়
অনেক অ্যাপেই থাকে ভাইরাস বা ম্যালওয়্যার, যা ইনস্টল হওয়ার সঙ্গে সঙ্গেই ফোনে নজরদারি শুরু করে। প্রথমে এটি আপনার কনট্যাক্ট লিস্ট কব্জা করে, এরপর ধীরে ধীরে মিডিয়া ফাইল, অন্যান্য অ্যাপ ও সেটিংসে প্রবেশ করে। ফলে আপনার সব তথ্য চলে যায় প্রতারকদের হাতে। তাই প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করার আগে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
-
গুগল প্লে স্টোর খুলে উপরের ডান দিকের প্রোফাইল আইকনে ক্লিক করুন।
-
সেখানে থেকে Settings (সেটিংস) অপশনে যান।
-
সেটিংস থেকে About (অ্যাবাউট) নির্বাচন করুন।
-
সেখানে Play Protect certification দেখা যাবে। যদি “Certified” লেখা থাকে, তাহলে বুঝবেন আপনার ফোন সুরক্ষিত।
-
যদি আপনি গুগল প্লে স্টোরের বাইরে থেকে কোনো অ্যাপ ইনস্টল করেন, তাহলে সেটিংসে গিয়ে Improve harmful app detection চালু করুন। এতে গুগল প্লে প্রোটেক্ট সেই অ্যাপ স্ক্যান করে ক্ষতিকর হলে সতর্ক করবে।
আরও কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তা পরামর্শ
-
ফোনের সফটওয়্যার সব সময় আপডেট করে রাখুন, যাতে সর্বশেষ নিরাপত্তা সুবিধা পান।
-
প্রাইভেসি সেটিংসে গিয়ে লোকেশন বা ট্র্যাকিং বন্ধ রাখুন, এতে ফোন ট্র্যাক করা কঠিন হবে।
-
পাবলিক বা ফ্রি ওয়াইফাই ব্যবহার করে কখনও অ্যাপ ডাউনলোড করবেন না। এতে ম্যালওয়্যার ইনস্টল হওয়ার ঝুঁকি থাকে।
-
কোনো অ্যাপ ইনস্টল করার আগে সবসময় Terms and Conditions ভালোভাবে পড়ে নিন।
এই কয়েকটি সহজ পদক্ষেপ মেনে চললেই ভুয়ো অ্যাপের ফাঁদ থেকে অনেকটাই সুরক্ষিত থাকতে পারবেন।
আরও পড়ুন: বাংলাদেশে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে চালু হলো মেটা এআই: জানুন কী কী করা যাবে