শ্রীমঙ্গলে স্বামী-স্ত্রীর ছদ্মবেশে মাদক পাচার, দুজনই গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত পলাতক মাদক কারবারি স্বপন মিয়া (৩৪) অবশেষে পুলিশের অভিনব কৌশলের ফাঁদে ধরা পড়েছেন।

শ্রীমঙ্গলে স্বামী-স্ত্রীর ছদ্মবেশে মাদক পাচার, দুজনই গ্রেপ্তার

শনিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

দীর্ঘদিন ধরে মাদক ও সীমান্তঘেঁষা চোরাচালান চক্রের সঙ্গে জড়িত ছিলেন স্বপন মিয়া। পুলিশের উপস্থিতি টের পেলেই তিনি দ্রুত গা-ঢাকা দিতেন। তার একাধিক সোর্স থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর আগাম গতিবিধি জেনে বারবার ধরা এড়িয়ে যেতেন তিনি।

এ অবস্থায় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম-এর নির্দেশনায় এএসআই শরাফত আলী এক অভিনব পরিকল্পনা নেন। তিনি বোরকা পরে নারী সেজে এবং সহকারী ফোর্স সদস্য মো. রোকন উদ্দিন পাঞ্জাবি ও টুপি পরে স্বামী সেজে মোটরসাইকেলে করে স্বপনের বাড়িতে প্রবেশ করেন। ঘরে ঢুকে দেখা যায়, স্বপন মিয়া বিছানায় শুয়ে আছেন। বিষয়টি বুঝে ওঠার আগেই পুলিশ তাকে চমকপ্রদভাবে গ্রেপ্তার করে ফেলে।

এএসআই শরাফত আলী বলেন, “দীর্ঘদিন ধরে তাকে ধরার চেষ্টা চলছিল। সে খুবই ধূর্ত—সামান্যতম পুলিশি নড়াচড়া টের পেলেই পালিয়ে যেত। তাই এবার কৌশল বদলে ছদ্মবেশে অভিযান চালাই এবং সফল হই।”

শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম বলেন, “আসামি গ্রেপ্তারের এই অভিযান নিঃসন্দেহে প্রশংসনীয়। ওয়ারেন্টভুক্ত কোনো অপরাধীই আইনের বাইরে থাকতে পারবে না। পুলিশ সবসময় প্রয়োজনীয় বুদ্ধি ও পদ্ধতি প্রয়োগ করে অপরাধীদের আইনের আওতায় আনবে।”

গ্রেপ্তারকৃত স্বপন মিয়াকে থানা হাজতে রাখা হয়েছে। আগামীকাল তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

আরও পড়ুন: এআই ছবির ফাঁদ: আপনার পোস্ট থেকেই শুরু হতে পারে বিপদ

Post a Comment

Previous Post Next Post

نموذج الاتصال