জাহানারার অভিযোগ প্রসঙ্গে মুখ খুললেন মঞ্জুরুল

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন জাতীয় নারী দলের সাবেক তারকা অলরাউন্ডার জাহানারা আলম। একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, মঞ্জুরুল নারী ক্রিকেটারদের প্রতি ‘অশোভন আচরণ’ করতেন এবং তাঁদের ব্যক্তিগত ও স্বাস্থ্য–সংক্রান্ত তথ্য জানার চেষ্টা করতেন, যা তাঁর দায়িত্বের সীমা অতিক্রম করেছিল।

জাহানারার অভিযোগ প্রসঙ্গে মুখ খুললেন মঞ্জুরুল
মঞ্জুরুল ইসলাম ও জাহানারা আলম

জাহানারা জানান, শুধু মঞ্জুরুলই নয়, আরও কয়েকজন কর্মকর্তার আচরণেও তিনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ২০২১ সাল থেকে প্রায় দেড় বছর ধরে এসব ঘটনার বিষয়ে বিসিবি ও নারী উইংয়ের উচ্চপর্যায়ে জানালেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত জাতীয় পুরুষ ক্রিকেট দলের হয়ে ১৭টি টেস্ট ও ৩৪টি ওয়ানডে খেলেছেন মঞ্জুরুল ইসলাম। অবসরের পর তিনি বিসিবির অধীনে বিভিন্ন দলের কোচ ও ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ছিলেন নারী দলের নির্বাচক, পাশাপাশি বিভিন্ন সিরিজে দলের ম্যানেজার হিসেবেও দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি চীনের নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে কাজ করছেন।

প্রথম আলোকে মুঠোফোনে দেওয়া প্রতিক্রিয়ায় মঞ্জুরুল ইসলামের দাবি, জাহানারার সব অভিযোগই “ভিত্তিহীন ও মিথ্যা”। তিনি বলেন, “আমি কখনো কোনো খেলোয়াড়ের সঙ্গে অনৈতিক আচরণ করিনি। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য দেশে ফিরে তদন্ত কমিটির সামনে দাঁড়াতে আমি প্রস্তুত।”

জাহানারা সাক্ষাৎকারে দাবি করেন, মঞ্জুরুল প্রায়ই খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার নামে শারীরিকভাবে স্পর্শ করতেন, আলিঙ্গন করতেন বা বুকে টেনে ধরতেন। তবে মঞ্জুরুল এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, “আমি কখনো এমন কিছু করিনি। প্রমাণ থাকলে সেটি উপস্থাপন করুক। আমি যেকোনো তদন্তের মুখোমুখি হতে রাজি।”

এ ছাড়াও জাহানারা বলেন, ২০২২ সালে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর কাছে লিখিতভাবে অভিযোগ করেছিলেন, কিন্তু কোনো প্রতিকার পাননি। মঞ্জুরুল দাবি করেন, “বিসিবির পক্ষ থেকে আমাকে কখনো এ ধরনের অভিযোগের বিষয়ে কিছু জানানো হয়নি।”

অভিযোগের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আমি নিয়ম-শৃঙ্খলার ব্যাপারে কঠোর ছিলাম। খেলোয়াড়দের ডায়েট ও আচরণের বিষয়ে নিয়ম মানতে বলতাম। যদি এটা অপরাধ হয়, তবে এর দায় নিতে আমার আপত্তি নেই।”

আরও পড়ুন: অ্যানফিল্ডে নিস্তব্ধ এমবাপ্পে — অপ্রতিরোধ থেকে অদৃশ্য

Post a Comment

Previous Post Next Post

نموذج الاتصال