২০২৬ সালের পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র ১০০ দিন বাকি। ইসলামিক ওয়েবসাইট ইসলামিক ইনফরমেশন–এর তথ্যমতে, জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী আগামী বছর বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রোজা শুরু হতে পারে ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে।
শনিবার (৮ নভেম্বর) তাদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, “রমজান শুরু হতে শতদিন বাকি।”
সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা সংস্থা এমিরেট অ্যাস্ট্রোনমি সোসাইটি–এর চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান গালফ নিউজ–কে বলেন, ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ আকাশে দেখা যাবে ১৭ ফেব্রুয়ারি। তবে সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদটি অস্ত যাবে, ফলে সেদিন খালি চোখে দেখা সম্ভব হবে না। তাই মধ্যপ্রাচ্যের দেশগুলো—সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতে রোজা শুরু হওয়ার সম্ভাবনা ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।
তিনি আরও জানান, রমজানের প্রথমদিকে এসব দেশে রোজার সময়কাল থাকবে প্রায় ১২ ঘণ্টা, যা মাসের শেষে বাড়তে বাড়তে ১৩ ঘণ্টা পর্যন্ত পৌঁছাবে।
সংবাদমাধ্যম আল–আরাবিয়া জানিয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি আগামী ১৮ ফেব্রুয়ারি বৈঠকে বসবে। তবে দেশটি প্রায়ই নিজস্ব উম আল–কুরা ক্যালেন্ডার অনুসারে রমজান ও ঈদের তারিখ ঘোষণা করে থাকে।
বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর রোজা শুরু হয়। সে হিসেবে দেশে রমজান শুরু হতে পারে ২০ ফেব্রুয়ারি এবং ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে ২১ মার্চ।