রুবাবা দৌলা হয়েছেন বিসিবি পরিচালক

করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাঁকে কাউন্সিলর হিসেবে মনোনীত করে আজ সোমবার আনুষ্ঠানিকভাবে বিসিবিকে চিঠি পাঠিয়েছে। তাঁর অন্তর্ভুক্তির মাধ্যমে ২৫ সদস্যের বিসিবি পরিচালনা পর্ষদ পূর্ণতা পেল।

রুবাবা দৌলা হয়েছেন বিসিবি পরিচালক
করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা

দেশীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটিতে এনএসসি মনোনীত কাউন্সিলর থাকেন দুজন। গত ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচনের পর এনএসসি ইসফাক আহসান ও আরেকজনকে মনোনীত করেছিল। তবে ইসফাক আহসানের আওয়ামী লীগের পদধারণ ও ২০২৪ সালের বিতর্কিত জাতীয় নির্বাচনে প্রার্থিতা নিয়ে সমালোচনা তৈরি হয়। আজ এনএসসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, ইসফাক আহসান পদত্যাগ করেছেন, আর তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন রুবাবা দৌলা।

রুবাবা দৌলা বর্তমানে বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকলের বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষ পর্যায়ে কাজ করেছেন।

দীর্ঘদিন ধরেই তিনি ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন এবং একই সময়ে বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

গ্রামীণফোনে ১৯৯৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি ক্রীড়া অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখেন। সে সময় গ্রামীণফোন ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসর (২০০৩–২০১১), এবং ২০০৭ সালে বিসিবির সঙ্গে যৌথভাবে মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠায়ও তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

আজ বিসিবি পরিচালনা পর্ষদের সভা রয়েছে, যেখানে রুবাবা দৌলা যোগ দিতে পারেন।

জাতীয় ক্রীড়া পরিষদের অপর মনোনীত কাউন্সিলর হলেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

আরও পড়ুন: ডেঙ্গুতে নতুন রেকর্ড: একদিনে সর্বাধিক সংক্রমণ, মৃত্যু বেড়ে আরও ৫ জন

Post a Comment

Previous Post Next Post

نموذج الاتصال