কিছু প্রাচীন গ্রিক দার্শনিক বিশ্বাস করতেন যে সময় চিরকাল বিদ্যমান—এর কোনো শুরু বা শেষ নেই। তবে আধুনিক বিজ্ঞানীরা মনে করেন, প্রায় ১৪০০ কোটি বছর আগে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের মাধ্যমে সময়ের সূচনা ঘটে।
ধারণা করা হয়, এক ক্ষুদ্র বিন্দু থেকে বিস্ফোরিত হয়ে মহাবিশ্ব ক্রমে প্রসারিত হতে থাকে এবং গড়ে ওঠে আজকের এই বিশাল মহাবিশ্ব। মহাবিস্ফোরণের আগে সময় কিংবা পদার্থবিদ্যার কোনো সূত্রই কার্যকর ছিল না। বিজ্ঞানীরা আরও বলেন, ভবিষ্যতে একসময় মহাবিশ্ব আবার সংকুচিত হতে পারে—তাহলে সময়েরও সমাপ্তি ঘটতে পারে। কিন্তু যদি হঠাৎ আগামী সপ্তাহেই সময় থেমে যায়?
বিগ ব্যাং বলতে বোঝায় সেই মহাবিস্ফোরণ, যেখান থেকে মহাবিশ্বের উৎপত্তি। প্রথম পরমাণু গঠনে লেগেছিল প্রায় ৩ লাখ ৮০ হাজার বছর, আর প্রথম নক্ষত্র জন্ম নেয় প্রায় ১৮০ মিলিয়ন বছর পরে। খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে গ্রিক দার্শনিকেরা তাঁদের চারপাশের জগৎকে বোঝার চেষ্টা করেছিলেন যুক্তি ও বুদ্ধির মাধ্যমে—প্রকৃতিকে কল্পনা নয়, চিন্তা ও বিশ্লেষণ দিয়ে ব্যাখ্যা করতে চেয়েছিলেন তাঁরা।
আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা
বিষয়াদি
technology