চট্টগ্রামে আসিফুল হক নামের এক ছাত্রলীগ নেতাকে আটকের পর মারধর করছিল একদল তরুণ। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। আজ মঙ্গলবার বিকেলে নগরের হাজারী গলি এলাকার প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তাঁকে পুলিশে তুলে দেওয়া হয়।
মারধরের পর আহত ছাত্রলীগ নেতাকে পুলিশ উদ্ধার করে
আসিফুল হক চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, তাঁকে ওই এলাকায় দেখা মাত্র কয়েকজন তরুণ ঘিরে ধরে মারধর শুরু করেন। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে যান। এ সময় তরুণেরা স্লোগান দিচ্ছিলেন, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে!’
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসিফুল হককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম রাতে প্রথম আলোকে জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় আনে। তিনি আরও বলেন, আসিফুল হকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট একটি মামলায় বুধবার তাঁকে আদালতে পাঠানো হবে।