দৈনিক আট ঘণ্টার কর্মসময়ের দাবিতে মতবিরোধের জেরে দুই বড় বাজেটের দক্ষিণি ছবির কাজ ছাড়েন দীপিকা পাড়ুকোন। বিষয়টি নিয়ে টলিউড ও বলিউডজুড়ে শুরু হয় নানা আলোচনা। এবার সেই বিতর্কে দীপিকার পাশে দাঁড়ালেন রাশমিকা মান্দানা।
নিজের নতুন সিনেমা ‘দ্য গার্লফ্রেন্ড’–এর প্রচারে দেওয়া এক সাক্ষাৎকারে রাশমিকা বলেন, তিনি প্রায়ই আট ঘণ্টার বেশি কাজ করেন, কিন্তু সেটি ঠিক নয়। অভিনেত্রীর ভাষায়,
“আমি অনেক সময় অতিরিক্ত কাজ করি—কিন্তু এটা একদমই সুপারিশযোগ্য নয়। আপনার জন্য যা আরামদায়ক, সেটাই করুন। ৮, ৯ বা ১০ ঘণ্টার মতো নির্দিষ্ট কর্মঘণ্টা ঠিক করুন। বিশ্বাস করুন, এটা ভবিষ্যতে আপনাকে বাঁচাবে।”
রাশমিকা আরও বলেন,
“নিজের জন্য একটা নির্দিষ্ট সময়সূচি থাকা খুব দরকার। যেমন অফিসে ৯টা থেকে ৫টা পর্যন্ত কাজ হয়, তেমনি আমাদের ক্ষেত্রেও এমনটা হওয়া উচিত। এখন আমি পরিবারকে সময় দিতে চাই, ঘুমাতে চাই, শরীরচর্চা করতে চাই—যাতে পরে আফসোস না হয়।”
অভিনেত্রী জানান, তাঁর সঙ্গে বড় একটি টিম কাজ করে, তাই অনেক সময় না চাইলেও তাঁকে ‘হ্যাঁ’ বলতে হয়।
এর মধ্যেই শোনা যাচ্ছে, বিজয় দেবারকোন্ডার সঙ্গে রাশমিকার বাগ্দানের খবর। তবে এই বিষয়ে সাক্ষাৎকারে তিনি কোনো মন্তব্য করেননি।
আরও পড়ুন: গুলির খোসা উদ্ধার, কিন্তু ঘটনাস্থল কোন থানায় তা এখনও অজানা