অনলাইনে পরিচয়, বাস্তবে বিয়ে—চীনা যুবক এলেন ব্রাহ্মণবাড়িয়ায়

প্রেমের টানে সাত সমুদ্র পেরিয়ে: ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে করতে এলেন চীনের ওয়াং তাও

অনলাইনে পরিচয়, বাস্তবে বিয়ে—চীনা যুবক এলেন ব্রাহ্মণবাড়িয়ায়


ভাষা, সংস্কৃতি আর হাজার মাইল দূরত্ব—সব বাধা পেরিয়ে ভালোবাসা জয় করেছে দুই হৃদয়ের। চীনের তরুণ ওয়াং তাওয়ের (৩৬) প্রেমে পড়েছিলেন বাংলাদেশের তরুণী সুরমা আক্তার (২২)। অবশেষে সেই ভালোবাসাকে বাস্তবে রূপ দিতে চীন থেকে উড়ে এলেন ওয়াং তাও, সরাসরি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রিয়জনের বাড়িতে।

তাঁদের পরিচয় শুরু হয় ‘ওয়ার্ল্ড টক’ নামের একটি ডেটিং অ্যাপে, মাত্র দেড়-দুই মাস আগে। ভাষা না মেললেও থামেনি কথোপকথন—ট্রান্সলেটরের সাহায্যে একে অপরের মনের কথা বুঝে নিয়েছেন দুজনেই। বন্ধুত্ব ধীরে ধীরে গড়িয়েছে গভীর প্রেমে।

শুক্রবার রাতে চীনের হোয়ানান প্রদেশ থেকে ঢাকায় পৌঁছে ওয়াং তাওকে অভ্যর্থনা জানান সুরমা ও তাঁর পরিবার। এরপর তাঁরা ব্রাহ্মণবাড়িয়ার কুন্ডা ইউনিয়নের কোনাপাড়া গ্রামে ফিরে যান। বিদেশি পাত্রকে দেখতে সেদিন সন্ধ্যায় সুরমার বাড়িতে ভিড় জমে স্থানীয়দের।

সুরমা বলেন, “অ্যাপের মাধ্যমে আমাদের পরিচয়। কথা বলতে ভাষার বাধা ছিল, কিন্তু হৃদয়ের ভাষা বুঝতে কোনো অনুবাদ লাগে না। পরিবারের অনুমতি পেয়ে আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।”

সুরমার মা নুরেনা বলেন, “মেয়ের সুখই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ছেলেটি মেয়েকে বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ করতেও রাজি হয়েছে। রোববার আদালতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।”

নাসিরনগর থানার এসআই জাহান-ই-আলম জানান, “যুবক চীনের নাগরিক, পাসপোর্ট যাচাই করা হয়েছে। রোববার তিনি ইসলাম ধর্ম গ্রহণের পর বিয়ে করবেন।”

ওয়াং তাও আপাতত বাংলাদেশে এক মাসের মতো থাকবেন। এরপর প্রিয় সুরমাকে সঙ্গে নিয়ে ফিরে যাবেন নিজের দেশে—ভালোবাসার জয়গানে এক নতুন অধ্যায় লিখতে।

আরও পড়ুন: মেট্রোরেলে ৪৫ ত্রুটি: বৃষ্টির পানি, এসি বিকলসহ নানা সমস্যা

Post a Comment

Previous Post Next Post

نموذج الاتصال