ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় গাজী বোরহান উদ্দিন (৪৮) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তারের দুই ঘণ্টা পর পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার অরুয়াইল পুলিশ ফাঁড়ির সামনে।
গাজী বোরহান উদ্দিন
বোরহান উদ্দিন অরুয়াইল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ও ধামাওড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একাধিক মামলায় এজাহারভুক্ত পলাতক আসামি বোরহান উদ্দিনকে গতকাল বিকেল চারটার দিকে সরাইল থানার পুলিশ অরুয়াইল বাজার থেকে গ্রেপ্তার করে। এরপর তাঁকে অরুয়াইল অস্থায়ী পুলিশ ফাঁড়িতে রাখা হয়। গ্রেপ্তারের পর থেকেই ফাঁড়ির সামনে তাঁর সমর্থকেরা জড়ো হতে থাকেন।
সন্ধ্যা ছয়টার দিকে পুলিশ বোরহান উদ্দিনকে সিএনজিচালিত দুটি অটোরিকশায় করে সরাইল থানার দিকে নিয়ে যাওয়ার সময় তাঁর তিন ভাই—সাবেক ইউপি সদস্য গাজী বাহার উদ্দিন, গিয়াস উদ্দিন ও রেহান উদ্দিন—এর নেতৃত্বে শতাধিক লোক পুলিশের ওপর হামলা চালায় এবং বোরহান উদ্দিনকে ছিনিয়ে নেয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বোরহান উদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।
আরও পড়ুন: মা–বাবার প্রতি ভালোবাসার নিবেদন: জোহরান মামদানির কৃতজ্ঞতার বার্তা