মা–বাবার প্রতি ভালোবাসার নিবেদন: জোহরান মামদানির কৃতজ্ঞতার বার্তা

ইতিহাস সৃষ্টি করে নিউইয়র্ক নগরের প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। নির্বাচনে জয়ী হওয়ার পর এক আবেগঘন ভাষণে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁর স্ত্রী ও মা–বাবার প্রতি।

মা–বাবার প্রতি ভালোবাসার নিবেদন: জোহরান মামদানির কৃতজ্ঞতার বার্তা
নিউইয়র্কের মেয়র নির্বাচনে জিতলেন প্রথম মুসলিম ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি ।

জয়ের পর বক্তব্যে জোহরান বলেন,

‘আজ আমি যে মানুষ হয়েছি, তা তোমাদের জন্যই। তোমাদের সন্তান হতে পেরে আমি গর্বিত।’ — এইভাবে তিনি তাঁর মা–বাবার প্রতি শ্রদ্ধা জানান।

স্ত্রী রামাকে উদ্দেশ করে জোহরান বলেন,
‘এই মুহূর্তে এবং জীবনের প্রতিটি মুহূর্তে তোমাকে পাশে পেতে চাই। এটাই আমার সবচেয়ে প্রিয় মুহূর্ত।’

ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে নিউইয়র্ক নগরের ১১১তম মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোকে পরাজিত করে এই ঐতিহাসিক বিজয় অর্জন করেন।

এই জয়ের মধ্য দিয়ে জোহরান শুধু শহরটির প্রথম মুসলিম মেয়রই নন, বরং ভারতীয় বংশোদ্ভূত ও আফ্রিকায় জন্মগ্রহণকারী প্রথম অভিবাসী হিসেবে নিউইয়র্কের মেয়র হয়েছেন। পাশাপাশি, তিনি গত এক শতাব্দীতে নির্বাচিত সবচেয়ে কনিষ্ঠ মেয়র হিসেবেও ইতিহাসে নাম লিখিয়েছেন।

আরও পড়ুন: ১৫ ম্যাচে অপরাজিত বায়ার্ন নাকি চ্যাম্পিয়ন পিএসজি—আজ ইউরোপের সেরা কে?

Post a Comment

Previous Post Next Post

نموذج الاتصال