অবনমন অঞ্চলে থাকা নটিংহাম ফরেস্টের বিপক্ষে জয়ের ধারায় ভাটা পড়ল ম্যানচেস্টার ইউনাইটেডের। টানা তিন ম্যাচ জেতা ইউনাইটেড আজ নটিংহামে ২-২ গোলে ড্র করেছে। অন্যদিকে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আর্সেনাল নিজেদের জয়ের ধারা ধরে রেখেছে—বার্নলিকে ২-০ গোলে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে গানাররা।
আর্সেনালের দ্বিতীয় গোলের পর ডেকলান রাইস। রাইসরা ২–০ গোলে হারিয়েছে বার্নলিকে
৩৪ মিনিটে বিতর্কিত এক কর্নার থেকে কাসেমিরোর হেডে এগিয়ে যায় ইউনাইটেড। প্রথমার্ধে আর গোল না হলেও বিরতির পর শুরুতেই বদলে যায় ম্যাচের চিত্র। ৪৭ মিনিটে মরগান গিবস–হোয়াইটের হেডে সমতা ফেরায় নটিংহাম, আর দুই মিনিট পর নিকোলো সাভোনার গোলে স্বাগতিকরা নেয় ২-১ গোলের লিড।
তবে শেষ দিকে সমতায় ফেরে ইউনাইটেড। ৮১ মিনিটে আমাদ দিয়ালোর বাঁ পায়ের দুর্দান্ত ভলিতে ২-২ করে ফেলে অতিথিরা। যোগ করা সময়ে দিয়ালোর শট নটিংহামের ডিফেন্ডার মুরিলো গোললাইনে ঠেকিয়ে না দিলে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারত এরিক টেন হাগের দল।
এমিরেটসে আর্সেনালের জয় আসে প্রথমার্ধেই। ১৪ মিনিটে ভিক্টর ইয়োকেরেসের হেডে এগিয়ে যায় দলটি—লিগে পাঁচ ম্যাচ পর এটি সুইডিশ ফরোয়ার্ডের প্রথম গোল। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডেকলান রাইস।
১০ ম্যাচে ৮ জয় নিয়ে আর্সেনালের পয়েন্ট এখন ২৫, দ্বিতীয় স্থানের বোর্নমাউথের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে তারা। বোর্নমাউথ অবশ্য একটি ম্যাচ কম খেলেছে। ১০ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ইউনাইটেড উঠে এসেছে পঞ্চম স্থানে।