১৫ ম্যাচে অপরাজিত বায়ার্ন নাকি চ্যাম্পিয়ন পিএসজি—আজ ইউরোপের সেরা কে?

ইউরোপের সেরা দুই দলের দ্বৈরথ—ফুটবল মাঠে যখন মুখোমুখি পিএসজি ও বায়ার্ন মিউনিখ, তখন পিএসজির পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়ার কথাটাকে অতিশয়োক্তি বলা যায় না। এক দল উয়েফা চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন, আরেক দল ছয়বারের শিরোপাজয়ী। ইতিহাস বাদ দিলেও বর্তমান ফর্ম বলছে, ভিতিনিয়ার কথাই সত্যি—এ মুহূর্তে ইউরোপের সবচেয়ে শক্তিশালী দুই দলই তারা। এবারের চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে এই দুই ক্লাব; পয়েন্ট ও গোলপার্থক্যে সমান হলেও, বায়ার্নের চেয়ে এক গোল বেশি করায় এগিয়ে আছে পিএসজি।

১৫ ম্যাচে অপরাজিত বায়ার্ন নাকি চ্যাম্পিয়ন পিএসজি—আজ ইউরোপের সেরা কে?
ফিফা ক্লাব বিশ্বকাপে সর্বশেষ মুখোমুখি হয়েছে পিএসজি ও বায়ার্ন

আজ সেই দুই দলের লড়াই মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়নস লিগে। পিএসজির ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে হবে এই মহারণ। কঠিন পরীক্ষা অপেক্ষা করছে ফরাসি লিগ ‘আঁ’-এর শীর্ষে থাকা দলটির সামনে, কারণ প্রতিপক্ষ বায়ার্ন এখন অজেয় এক শক্তি। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমের প্রথম ১৫ ম্যাচ জিতে নতুন রেকর্ড গড়েছে জার্মান ক্লাবটি—ইউরোপের শীর্ষ পাঁচ লিগে মৌসুমের শুরুতে সবচেয়ে বেশি জয় পাওয়া ক্লাব এখন তারা। এ পথে ৫৪ গোল করেছে বাভারিয়ানরা, ভেঙে দিয়েছে ১৯৯২–৯৩ মৌসুমে এসি মিলানের টানা ১৩ ম্যাচ জয়ের রেকর্ড।

বায়ার্নের এই দুর্দান্ত ফর্ম নিয়ে ভিতিনিয়া বলেন, ‘বায়ার্ন দুর্দান্ত খেলছে, আমরাও ভালো করছি। গত মৌসুমের ধারাবাহিকতা ধরে রেখেছি। কে সেরা, সেই উত্তর মিলবে মাঠেই।’

বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে এই প্রতীক্ষিত ম্যাচ। উত্তেজনায় ভরপুর ভিতিনিয়া বলেন, ‘এ ধরনের ম্যাচ খেলতেই আমরা মুখিয়ে থাকি। দর্শকেরাও এমন লড়াই দেখতে চায়। ম্যাচ শেষে সবাই বলবে, “এই দলটাই সেরা, কারণ ওরাই জিতেছে।”’

তবে পিএসজি কোচ লুইস এনরিকে এই ম্যাচকেই ইউরোপসেরা নির্ধারণী মানতে নারাজ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ইউরোপের সেরা দল কে, সেটা মৌসুমের শেষে বোঝা যাবে—যখন ট্রফিগুলোর হিসাব হবে।’

তবু তিনি স্বীকার করেন, বায়ার্ন এখন এগিয়ে, ‘ওরা টানা ১৫ ম্যাচ জিতেছে—অবিশ্বাস্য! আমরা তো তিন-চারটা ম্যাচ জিততেও অনেক কষ্ট করেছি।’

ঘরোয়া লিগে পিএসজি বায়ার্নের মতো আধিপত্য দেখাতে না পারলেও খারাপ অবস্থায় নেই—১১ ম্যাচে সাত জয়, তিন ড্র, এক হার। এনরিকে বলেন, ‘এখনই পারফরম্যান্স বিশ্লেষণের সময় নয়। আমাদের ওপর সমর্থকদের আস্থা রাখা উচিত। নিজেদের মাঠে আমরা আত্মবিশ্বাস নিয়ে নামব, ওদের প্রেসিং সামলানোর মতো সক্ষমতাও আমাদের আছে।’

সমর্থকদের জন্য আরও সুখবর দিয়েছেন এনরিকে—ইনজুরি কাটিয়ে ফিরছেন উসমান দেম্বেলে। শনিবার হ্যামস্ট্রিং চোটের পর মাঠ ছাড়লেও, এনরিকে জানান, ‘দেম্বেলে এখন সুস্থ, অনুশীলন করছে। সে অবশ্যই খেলবে, তবে কতক্ষণ খেলবে সেটা ম্যাচের দিন ঠিক করব।’

অন্যদিকে টানা জয়ের ধারায় থাকা বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি আত্মবিশ্বাসী, ‘১৫ ম্যাচ জিতেছি, কিন্তু এখানেই থামলে চলবে না। ধারাবাহিকতা ধরে রাখতে হবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই মৌসুম হবে সাফল্যেভরা।’

দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে বায়ার্ন মিউনিখ—১৪ ম্যাচে জার্মান জায়ান্টরা জিতেছে ৮টিতে, পিএসজি জিতেছে ৬টিতে।

আরও পড়ুন: ফিলিস্তিনি বন্দী নির্যাতনের ভিডিও ফাঁসের ঘটনায় ইসরায়েলের সাবেক সামরিক প্রসিকিউটর গ্রেপ্তার

Post a Comment

Previous Post Next Post

نموذج الاتصال